Super Hit Video Song

Monday, 27 March 2017

Q.b. Shimanto

Dhusor Shimanto

"আমাকে আরেকটি দুঃখ দাও, তোমার বিচিন্ত মন থেকে" আমি এসে নিয়ে যাবো জনবিরল বিদঘুটে অন্ধকারে। তোমার ক্লান্ত ঘুম বিদায়ী পৃথিবীর কাছে। গভীর রাতে বুকের বিস্তীর্ণ প্রান্তর চাঁদের আলোয় ঝলসে গিয়েছে। পৃথিবী যখন মুখ তোলে, নরম ঘাঁসের বুক থেকে সন্ধ্যা আকাশের নীলচে তারাটা ঘুমিয়ে অস্থির মনটা দুঃখ মেখে রাখে। হয়তো বা কোনদিন দেখা হবে না আর, তবুও পড়ে থাকা তার পায়ের চিহ্ন গুলোর দিকে তাকিয়ে থাকি। আর মনের গভীরে দুঃখ গুলোকে আরও গভীরে লুকিয়ে রাখি। যখন নিজেকে আর ধরে রাখতে পারবো না, হারিয়ে যাবো, না ফেরার দেশে। হয়তো কারোর কিছুই আসবে যাবে না। কিন্তু নিজের অভিমানের কাছে ও পরাজয়টা কে মেনে নিতে পারব না কখনই।"---"ধূসর সীমান্ত

Total Pageviews

311,323