
Dhusor Shimanto
"আমাকে আরেকটি দুঃখ দাও, তোমার বিচিন্ত মন থেকে" আমি এসে নিয়ে যাবো জনবিরল বিদঘুটে অন্ধকারে। তোমার ক্লান্ত ঘুম বিদায়ী পৃথিবীর কাছে। গভীর রাতে বুকের বিস্তীর্ণ প্রান্তর চাঁদের আলোয় ঝলসে গিয়েছে। পৃথিবী যখন মুখ তোলে, নরম ঘাঁসের বুক থেকে সন্ধ্যা আকাশের নীলচে তারাটা ঘুমিয়ে অস্থির মনটা দুঃখ মেখে রাখে। হয়তো বা কোনদিন দেখা হবে না...